জন্ম নিবন্ধন
Jonmo Nibondhon Songsodhon | অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন।
Jonmo Nibondhon Songsodhon – অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করার সঠিক নিয়ম।
কিভাবে জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধন করা যায় এবং Jonmo Nibondhon Songsodhon – অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করার সঠিক নিয়ম। সংশোধনের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে নিচে আলোচনা করা হল।
- অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন সনদে ভুল লিপিবদ্ধ হওয়া অথবা ভুল তথ্য থাকার কারণে এটির সংশোধন করার প্রয়োজন হয়। বর্তমান সময়ে ঘরে বসেই অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করা সম্ভব হচ্ছে। আজকে আমরা জানতে চলেছি অনলাইনে জন্ম নিবন্ধন কারেকশন করার সঠিক নিয়ম এবং সহজ উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য।
- জন্ম নিবন্ধন সনদ একজন ব্যক্তির দেশের নাগরিকত্বের প্রথম প্রমাণপত্র। ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ জাতীয় পরিচয় পত্র হাতে পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের বৈধ নাগরিক হিসেবে জন্ম নিবন্ধন সনদ ব্যক্তির একমাত্র ভরসা। আর এই জন্ম নিবন্ধন সনদ এর উপর ভিত্তি করে পরবর্তীতে জাতীয় পরিচয় পত্র এবং স্কুল জীবনের সকল সার্টিফিকেট তৈরি হয়ে থাকে।
- কারো জন্ম নিবন্ধনে ভুল থাকলে তার পরবর্তী গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট এবং শিক্ষা সার্টিফিকেট এসব ক্ষেত্রে ভুল হতে থাকবে। জন্ম নিবন্ধন সনদে কোন প্রকার ভুল থাকলে তা আগে থেকেই সংশোধন করে নেওয়া উচিত। বর্তমানে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করার উপায় থাকায়, যে কেউ ঘরে বসেই জন্ম নিবন্ধন কারেকশন করতে পারবে।
- অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম
- জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন করার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েব সাইট https://bdris.gov.bd/br/correction ভিজিট করতে হবে। আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে তথ্য যাচাই করে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে।
- জন্ম নিবন্ধন সনদে একবার ভুল হয়ে গেলে সেটি যদি সংশোধন করা না হয় তাহলে পরবর্তী সময়ে জাতীয় পরিচয় পত্র থেকে শুরু করে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই ভুল তথ্য বয়ে বেড়াতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন সনদের তথ্য কিভাবে পরিবর্তন করতে হয় সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
- জন্ম নিবন্ধন সংশোধন করার পদ্ধতি কয়েকটি ধাপে বিন্যস্ত করা হয়েছে। নিচের ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে যে কেউ ঘরে বসে স্মার্টফোন অথবা কম্পিউটারের ব্যাবহার করে খুব সহজে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবে অনলাইনের মাধ্যমে।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে তা হলো। Jonmo Nibondhon Songsodhon
- জন্ম নিবন্ধন সংশোধন করতে NID Card, বোর্ড পরীক্ষার সনদ ও চেয়ারম্যান অথবা কাউন্সিলরের প্রত্যয়নপত্র লাগে। যাদের জাতীয় পরিচয় পত্র হয়নি তারা এটির পরিবর্তে হাসপাতালের সনদ ব্যবহার করতে পারবে। জন্ম নিবন্ধনের ঠিকানা সংশোধন করার জন্য জমির খাজনা অথবা বাড়ির ট্যাক্স পরিশোধের রসিদ সাথে ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হবে।
- জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন বা পরিবর্তন করার জন্য শিশু হলে টিকা কার্ডের কপি, স্কুল পড়ুয়া হলে বোর্ড পরীক্ষার সনদ অথবা জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে।
- জন্ম নিবন্ধনের ভুল তথ্য সংশোধন করার জন্য যে সব কাগজপত্র প্রয়োজন তার একটি তালিকা টেবিল আকারে প্রকাশ করা হলো। কি ধরনের তথ্য পরিবর্তন করতে চান সংশোধনের ধরনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ডকুমেন্টেসের ভিন্ন ভিন্ন হতে পারে।
Jonmo Nibondhon Songsodhon
নিজের নাম সংশোধন এর জন্য
- টিকা কার্ডের কপি (বয়স কম হলে)
- জাতীয় পরিচয় পত্র
- শিক্ষাগত যোজ্ঞতা সনদ
পিতা মাতার নাম সংশোধন এর জন্য
- পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন
- পিতা মাতার NID Card
- নিজের শিক্ষা সনদ
বর্তমান ঠিকানা পরিবর্তন এর জন্য
- বিদ্যুৎ অথবা ইউটিলিটি বিলের কপি
স্থায়ী ঠিকানা পরিবর্তন এর জন্য
- চেয়ারম্যান অথবা কাউন্সিলরের প্রত্যয়ন পত্র
- স্থায়ী ঠিকানার খাজনা / কর পরিশোধের রশিদ
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার ধাপ সমূহ – Jonmo Nibondhon Songsodhon
- জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করুন- অয়েবসাইট লিঙ্ক https://bdris.gov.bd/
- জন্ম নিবন্ধন মেনু থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন অপশনে যান
- জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে তথ্য যাচাই করুন
- প্রয়োজনীয় সংশোধনী সম্পন্ন করুন
- কাগজপত্র সাবমিট করুন
- আবেদনপত্র প্রিন্ট অথবা সেইভ করে রাখুন
- নিবন্ধক কার্যালয় থেকে সংশোধিত সনদ সংগ্রহ করুন
জন্ম নিবন্ধন সংশোধন ওয়েবসাইট ভিজিট করুন এই ধাপে।
জন্ম নিবন্ধন তথ্য যাচাই ও বিষয় নির্বাচন করুন এই ধাপে।
চাহিত সঠিক তথ্য লিখুন এই ধাপে।
সংশোধনের কারণ বাছাই করুন এই ধাপে।
আবেদনকারীর তথ্য প্রদান এই ধাপে।
প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন এই ধাপে।
আবেদন পত্র প্রিন্ট করুন এই ধাপে।
সংশোধনের বিষয় | বাংলাদেশের |
তথ্য সংশোধনের জন্য ফি। | ১০০ টাকা |
জন্ম তারিখ ব্যতীত শুধুমাত্র নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য ফি। | ৫০ টাকা |
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ ফি। | বিনা ফিসে |
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ ফি। | ৫০ টাকা |
Home | Nid Service |
জন্ম নিবন্ধন ডাউনলোড | Jonmo nibondhon Online Copy – জন্ম নিবন্ধন |