জন্ম নিবন্ধন

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম। – Jonmo Date Jonmo Nibondhon Jacei

  • জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট everify.bdris.gov.bd ভিজিট করে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম তারিখ লিখে ফরম পূরণ করুন। তারপর, নিরাপত্তা ক্যাপচা উত্তর দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন।
  • জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন। ১৫ সংখ্যার কিংবা হাতে লিখা জন্ম সনদের নাম্বার দিয়ে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করা যাবে না। তবে জাতীয় পরিচয় পত্র যাচাই করার ক্ষেত্রে এমন কোন শর্ত নেই।
  • হাতের লিখা জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করতে হয়। আবেদনের সাথে হাতের লিখা সনদ আপলোড অথবা জন্ম নিবন্ধন সংগ্রহ করার সময় এটি সাথে নিতে হয়।

Jonmo Nibondhon Verify – Birth and Death Verification. If you want Online birth certificate verification and Date of Birth Check (জন্ম নিবন্ধন যাচাই) and download a copy online from bdris.gov.bd. Bangladesh birth certificate registration is done through the official website of bdris gov bd. Now let’s watch jonmo sonod online. Officel Link : http://everify.bdris.gov.bd/

  • Go to everify.bdrish.gov.bd
  • Enter your birth registration number 17
  • Date of Birth
  • Answer the question for captcha verification
  • Click the Search button
  • ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচের ছবির মত একটি পেইজ পাবেন। এখানে ১ম ঘরে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের কোড নম্বরটি লিখুন। এরপর জন্ম তারিখ লিখুন এভাবে সাল-মাস-দিন (YYYY-MM-DD)। গাণিতিক ক্যাপচার উত্তর লিখুন এবং Search বাটনে ক্লিক করুন।
  • আপনি চাইলে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি প্রিন্ট করে নিতে পারবেন। কম্পিউটার থেকে Ctrt+P বাটন চাপলে প্রিন্ট করার অপশন দেখতে পাবেন। Printer অপশন থেকে Save as PDF সিলেক্ট দিয়ে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই

  • জন্ম নিবন্ধন নম্বর ১৬ ডিজিটের হলে অনলাইনে যাচাই করলে কোন ফলাফল দেখা যাবে না। সঠিক নিবন্ধন ও জন্ম তারিখ দেওয়া হলেও No Records Found দেখাবে। যাচাই করার জন্য আপনাকে ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিটে রুপান্তর করতে হবে।
  • জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351 এটির মত ১৭ সংখ্যার নিবন্ধন নাম্বার হতে হবে। ১৬ সংখ্যার হলে সেটি ১৭ সংখ্যার করে তারপর জন্ম নিবন্ধন যাচাই করা যাবে।
  • ১৬ ডিজিটের জন্য নিবন্ধন যাচাই করার জন্য নিবন্ধন নম্বরের শেষর ৫ ডিজিটের পূর্বে একটি (0) যুক্ত করে ১৭ ডিজিট করতে হবে।
  • পূর্বে জন্ম নিবন্ধনগুলো প্রথমে হাতে লেখা ও পরে অনলাইন ডাটাবেইজে নেয়া হয়। হাতে লেখা জন্ম নিবন্ধনগুলো ১৩/১৬ ডিজিটের ছিল। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ মাথা রেখে এটিকে ১৭ ডিজিটে রুপান্তর করা হয়।
  • তাছাড়া নিবন্ধন তথ্যসমূহ সম্পূর্ণ অনলাইন বেইজড করা হয়েছে। তাই যদি আপনার নিবন্ধন নম্বর ১৬ ডিজিট হয়ে থাকে, এর ১৭ ডিজিট নম্বর ও আপডেটেড ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড সংগ্রহ করে নিন।

জন্ম নিবন্ধন যাচাই Apps Link

জন্ম নিবন্ধন যাচাই করার জন্য অফিসিয়াল কোন অ্যাপ প্রকাশ করা হয়নি। শুধু মাত্র ওয়েবসাইট ভিত্তিক অ্যাপ্লিকেশনের মাধ্যমেই জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল সেবা গ্রহণ করা যায়। তবে এখন কিছু জন্ম নিবন্ধন যাচাই apps প্লে স্টোরে পাওয়া যায়। এই অ্যাপ সরকারি সাইটকে অ্যাপ এ রূপান্তর করেছে।

Home  Nid Service
Terms & Conditions https://www.nid-service.com/terms-conditions/
5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button