E Passport

ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট নিয়ম | E Passport Fee Online

ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট

ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট করতে এখন আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই বিকাশ, রকেট, নগদ কিংবা যেকোনো মোবাইল ব্যাংকিং ব্যবহার করে খুব সহজেই অনলাইনে ই-পাসপোর্ট পেমেন্ট করা যায়। আপনি চাইলে ইন্টারনেট ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে ও পাসপোর্ট ফি পরিশোধ করতে পারবেন।

ই পাসপোর্ট ফি দুইটি উপায়ে প্রদান করা যাবে।

  • অনলাইন / Online
  • অফলাইন / Offline

অনলাইনঃ অনলাইনে Ekpay এর মাধ্যমে ই-পাসপোর্ট ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে ই-পাসপোর্ট Application Submit করার পর Payment অপশনটি দেখতে পাবেন। এখানে দুটি অপশন থাকবে।

  • Online Payment
  • Offline Payment

আপনাকে অনলাইন পেমেন্ট অপশনটি Select করতে হবে। এরপরে Continue বাটনে ক্লিক করতে হবে। একটি Pop Up পেইজ Open হবে। Processing হয়ে Ekpay Website টি Open হবে। পেইজটি ওপেন হওয়ার পর আপনাকে কত টাকা প্রদান করতে হবে তা দেখাবে।

E-Passport Officeal Site

Scroll Down করে একটু নিচে গেলে দেখতে পাবেন Online Payment এর বিভিন্ন মাধ্যমগুলো একটি ছকের মাধ্যমে আপনার সামনে প্রদর্শিত হবে।

আরো পড়ুন: ই- পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

অপশনগুলো হলোঃ ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট

  • Cards, Mobile Banking, Internet Banking, Wallets
  • Cards: এর মধ্যে যে সকল কার্ড থেকে Payment করতে পারবেন।
  • UCBL, DBBL, BBL, CITY
  • কার্ডের ক্ষেত্রে Master Card, Visa, American Express, DBBL Nexus গ্রহণযোগ্য।

কার্ডে Payment এর ক্ষেত্রে আপনার পাসপোর্টের নির্ধারিত ফি ছাড়া আরো দুটি অতিরিক্ত ফি প্রদান করতে হবে। UCBL Card এর ক্ষেত্রে।

যেমনঃ আপনার Bill Amount যদি হয় ৪০২৫ টাকা তাহলে Card এর Service Charge বাবদ প্রদান করতে হবে ৪৪.৬৮ টাকা এবং Ekpay Charge বাবদ প্রদান করতে হবে ০৮.০৫ টাকা। তাহলে সর্বমোট প্রদান করতে হবে ৪০৭৭.৭৩ টাকা।

DBBL Card এর ক্ষেত্রে আপনার বিল Amount যদি হয় ৪০২৫ টাকা তাহলে Service Charge বাবদ প্রদান করতে হবে ৪৮.৩০ টাকা এবং Ekpay Charge বাবদ প্রদান করতে হবে ০৮.০৫ টাকা।

তাহলে সর্বমোট প্রদান করতে হবে ৪০৮১.৩৫ টাকা।

ঠিক এরকমই সবগুলো কার্ডের পেমেন্ট এর ক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো দেখে পেমেন্ট করবেন।

আরো পড়ুন: পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম | E Passport Check Online

এছাড়া আপনি যদি Mobile Banking টা দেখি তাহলে এখানে রয়েছে-

Bkash, Nagad, Upay, Wallet, Mcash, Rocket, Tap এদের প্রতিটি মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে কম/বেশি Service Charge নির্ধারিত রয়েছে। শুধুমাত্র বিকাশ এবং নগদ ছাড়া এবং Ekpay Charge সবার ক্ষেত্রেই সমান ০৮.০৫ টাকা।

আপনি যদি Internet Banking এ দেখেন তাহলে এখানে রয়েছে-

  • Bank Asia, AB Direct ইত্যাদি।
  • এবং সর্বশেষ রয়েছে Wallets
  • এখানে দেখতে পাবেন Upay, Dmoney

Ekpay ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট

বর্তমানে ই পাসপোর্ট ফি প্রদানের জন্য অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। Ekpay পেমেন্ট মাধ্যম ই পাসপোর্ট পোর্টালের সাথে সংযুক্ত করা হয়েছে। পাসপোর্ট আবেদনের শেষ পর্যায়ে Ekpay এর মাধ্যমে ফি পরিশোধ করার নতুন অপশন যুক্ত করা হয়েছে।

Ekpay ই পাসপোর্ট পেমেন্ট ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট

পাসপোর্ট আবেদনের শেষ পর্যায়ে পেমেন্ট টাইপ বাছাই করার স্থানে “Online payment” নির্বাচন করার পর পেজটি রিডাইরেক্ট হয়ে এক-পে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। তারপর ব্যাবহার নিজের পছন্দ মতো যে কোন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে ই পাসপোর্ট পেমেন্ট সম্পন্ন করতে হবে ।

সবগুলো সার্ভিসের মধ্য থেকে আপনার কাছে যেটি সহজ মনে হয় সেটি আপনি ব্যবহার করবেন। আমার কাছে মোবাইল ব্যাংকিং টা সহজ মনে হচ্ছে । তবে মনে রাখবেন আপনি যেই সার্ভিসটিই ব্যবহার করেন না কেন, আপনাকে Ekpay এর সার্ভিস বাবদ সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এছাড়া অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে তাদের কিছু কিছু মাধ্যমগুলোতে সার্ভিস চার্জ রয়েছে।

ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট

আমার কাছে Mobile Banking সেকশনটি সহজ মনে হচ্ছে। আমি যদি মোবাইল ব্যাংকিং Select করি এবং এখান থেকে বিকাশ, নগদ, উপায়, রকেট ও অন্যান্য মাধ্যমগুলোর যে কোন একটি মাধ্যমে Bill Payment করতে পারবো। আমার বিকাশ একাউন্টে টাকা রয়েছে তাই আমি বিকাশে Select করে নিচে দেখতে পাচ্ছি Pay Now বাটন রয়েছে। এই Pay Now বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখবেন আমার সামনে Are You Sure To Proceed একটি Pop Up Page আসবে। এখানে Bill Amount, Service Charge, Ekpay Charge সহ Total Amount দেখাবে। Yes এ ক্লিক করার পরে আপনার সামনে Bkash Payment Page টি চলে আসবে। এখানে প্রথমে আপনার Bkash নম্বর দিতে হবে। এরপর Confirm এ ক্লিক করতে হবে। Confirm এ ক্লিক রার পর আপনার এই বিকাশ নম্বরে একটি ভেরিফেকেশন কোড যাবে। কোডটি এখানে টাইপ করে Confirm এ ক্লিক করতে হবে। Confirm হয়ে গেলে আপনার বিকাশ Password টি এখানে দিতে হবে। বিকাশ এর Password টি টাইপ করে Confirm এ ক্লিক করতে হবে। এরপর Payment টি Successful হবে। এবং আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে।

এরপরে E-Passport এর ওয়েবসাইটটি আপনার সামনে প্রদর্শিত হবে। এখান থেকে Print Summary অপশনে ক্লিক করে Summary কপি টি Print করতে হবে। এরপর Download Application Form For Printing অপশনে ক্লিক করে Application টি Print করে নিতে হবে।

Home  Nid Service
E Passport https://www.nid-service.com/category/e-passport/
5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button