E Passport

ই- পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম | E Passport Number Check Online

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করবেন যে ভাবে।

পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেকিং এর জন্য একটি শর্ত মানতেই হবে। সেটা হলো আপনার পাসপোর্টটি বিএমইটি ( BMET) রেজিস্ট্রেশন করা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি নিচে বর্ণিত পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন। এক্ষেত্রে দুইটা পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি অনুসারে :

আরে জানুন: পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম | E Passport Check Online

  • এই লিংকটিতে প্রবেশ করুন প্রথমেই।
  • সামনে প্রদর্শিত পেইজে পাসপোর্ট নম্বর পূরণ করুন
  • একটি ক্যাপচা কোড থাকবে ; সতর্কতার সাথে সেটা পূরণ করুন।
  • এরপর সার্চ বাটনে ক্লিক করলেই আপনি পাসপোর্টের তথ্য পেয়ে যাবেন।
  • এবার বলছি পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেকিং এর দ্বিতীয় পদ্ধতি। এক্ষেত্রেও শর্ত মোতাবেক আপনার পাসপোর্টটি বিএমইটি (BMET) রেজিষ্ট্রেশন করা থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো:
E Passport Check Online

নতুন পাসপোর্ট চেক করার নিয়ম

বাংলাদেশের মানুষের জন্য BMET ওয়েবসাইট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা অনেক সহজ। আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে এই ওয়েবসাইট থেকে খুব সহজেই পাসপোর্ট চেক করে দেখতে পারেন।

  • প্রথমে ক্লিক করুন www.old.bmet.gov.bd/
  • এরপর উপর মত একটি ওয়েব পেজ দেখতে পাবেন
  • Passport ID এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি দিন
  • সবশেষে FIND লেখাটিতে ক্লিক করুন
  • পরবর্তী পেইজে পাসপোর্টধারীর সমস্ত ইনফরমেশন দেখা যাবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা অথবা পাসপোর্টেরে আবেদন করার সময় যে Application ID নাম্বার দেওয়া হয় তা দ্বারা কয়েকটি সরকারী ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্ট চেক করা যায়। সরকারী এই ওয়েবসাইটগুলো হলো-

উপরের তিনটি ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্টের তথ্য যাচাই করা যায়। এছাড়া মোবাইল এসএমএস এর মাধ্যমেও পাসপোর্টের তথ্য যাচাই করা যায়।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করুন ।

  • কেবলমাত্র যারা BMET এর রেজিস্টারকৃত তারাই তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে তথ্য যাচাই করতে পারবে।
  • এছারা যার নতুন পাসপোর্টের আবেদন করেছেন তারা কেবলমাত্র আবেদন করার পর যে ডেলিভারী স্লিপ দেওয়া হয় তাতে Application ID বা Enrolment ID নাম্বার থাকে তার মাধ্যমে আবেদনকৃত পাসপোর্টের অবস্থা জানতে পারবে।
  • পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য ভিজিট করুন BMET Old Website- www.old.bmet.gov.bd।

এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক?

  1. নতুন পাসপোর্ট আবেদনকারীরা Mrp পাসপোর্ট চেক করতে হলে প্রথমে আপনার মেসেজ অপশনে যাবেন। এরপর সেখানে টাইপ করুন MRP. তারপর স্পেস দিয়ে পাসপোর্ট অফিস থেকে প্রদানকৃত আপনার Enrolment Number আইডি বসান। এনরোলমেন্ট আইডি বসানো হলে এবার তা পাঠিয়ে দিন 6969 নাম্বারে।
  2. কিছুক্ষণের মধ্যেই একটি ফিরতি মেসেজে আপনার পাসপোর্টের আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন। উদাহরণ দিয়ে যদি বলি, তবে Enrolment ID Number হলো পাসপোর্ট অফিস কর্তৃক প্রদত্ত স্লিপের সেই নাম্বার। নাম্বারটি যদি 57698380 হয় তবে আপনার টাইপ করা SMS এর ফরম্যাট টি হবে এরকম: “MRP 57698380″

পাসপোর্ট কপি কিভাবে অনলাইনে পেতে পারি? পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

অনেকেই নানান ভাবে জানতে চান কিংবা গুগল করে অনলাইনে পাসপোর্ট কপি খুঁজে থাকেন। তবে সত্যিটা হলো অনলাইনে পাসপোর্টের কোন কপি একদমই পাবেন না। সর্বোচ্চ অল্প কিছু তথ্য ছাড়া খুব বেশি কিছু পাওয়ার সুযোগ নেই ওয়েবসাইট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ।

পাসপোর্ট নাম্বার দিয়ে কি ঠিকানা বের করা সম্ভব?

বাংলাদেশে পাসপোর্ট চেক করতে গিয়ে বিভিন্নজন পাসপোর্ট নাম্বার দিয়ে মানুষের ঠিকানা খুঁজে বেড়ান। তবে হ্যা পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা সম্ভব। কিন্তু সাধারণ কোনো মানুষ এই কাজ করতে পারবেনা পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ধন্যবাধ।

Home Nid Service
E Passporthttps://www.nid-service.com/category/e-passport/
5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button