Nid Service - Nid BD
সাময়িক জাতীয় পরিচয়পত্র যাচাই করার নিয়ম – Nid Card Verification BD
সাময়িক জাতীয় পরিচয়পত্র যাচাই | Nid Card Verification Bangladesh
- সাময়িক জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র টি হাতে নিয়ে ফ্রন্ট পেজে বা সামনের সাইটে দেখতে পাবেন লাল কালারের চিহ্নিতকরণ জায়গায় এবং আপনার টেম্পোরারি জাতীয় পরিচয় পত্র নম্বর এর পাশে লেখা থাকবে তাহলেই বুঝবেন আপনার এটি সাময়িক সময়ের জন্য প্রদান করা হয়েছে।
- আবার টেম্পোরারি আইডি কার্ড গুলোর পিছন সাইডে বা ব্যাকসাইডে যে তারিখ দেওয়া হয় তার পাশেই সেই আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া থাকবে এবং মেয়াদ উত্তরণের তারিখ অনুযায়ী আপনার ওই জাতীয় পরিচয় পত্রের মেয়াদ শেষ হয়ে যাবে।
- এবং ওই তারিখের পরে আর ওই ভোটার আইডি কার্ড দিয়ে কিছুই করতে পারবে না তাই আপনার ভোটার আইডি কার্ডের পেছনে যদি মেয়াদ উত্তীনের তারিখ দেওয়া থাকে তাহলে বুঝবেন এটি একটি সাময়িক জাতীয় পরিচয় পত্র।
সাময়িক জাতীয় পরিচয়পত্র থেকে স্মার্ট কার্ড কিভাবে পাবেন
- মূলত যাদেরকে টেম্পোরারি জাতীয় পরিচয় পত্র দেওয়া হয়েছিল তাদের মূল উদ্দেশ্য ছিল টেম্পোরারি জাতীয় পরিচয় পত্রধারী ব্যক্তিদের স্মার্ট কার্ড প্রদান করা।
- কিন্তু স্মার্ট কার্ড সেবা ব্যয়বহুল হয় তাদের স্মার্ট কার্ড প্রদান করা সম্ভব হয়নি তাই যারা নাগরিক রয়েছেন বা সাময়িক ভোটার আইডি কার্ড প্রাপ্ত নাগরিক রয়েছেন তারা অনেকেই তাদের সাময়িক ভোটার আইডি কার্ড ফেরত দিয়ে স্মার্ট কার্ড নিতে চায়।
- কিন্তু কিভাবে সামনে জাতীয় পরিচয় পত্র থেকে স্মার্ট কার্ড পাবেন সেই সম্পর্কে অনেকেই জানেন না মূলত থেকে পার্মানেন্ট স্মার্ট কার্ড নিতে হলে আপনাকে প্রথমে স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে এবং স্মার্ট কার্ড অনলাইন স্ট্যাটাস চেক করে দেখতে হবে আপনার স্ট্যাটাস কি রয়েছে বা আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা।
- যদি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে দেখেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে তাহলে নিকটস্থম ইউনিয়ন পরিষদে বা ইউনিয়ন কমিশন অফিসে গিয়ে আপনার পুরাতন টেম্পোরারি ভোটার আইডি কার্ড জমা দিয়ে নতুন স্মার্ট কার্ড নিয়ে আসতে পারবেন।
- তবে অবশ্যই মনে রাখবেন আপনার পুরাতন ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন স্মার্ট কার্ড আনার পূর্বে আপনাকে ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড দেওয়া হবে না।
জাতীয় পরিচয় পত্র যাচাই করার পদ্ধতি
জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য https://ldtax.gov.bd/ এখানে ভিজিট করে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলে আপনার আইডি কার্ডের তথ্য দেখতে পাবেন।
অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন তা হলোঃ-
- বেক্তির নাম
- ব্যক্তির ছবি
- বাবার নাম
- মায়ের নাম
- জন্মতারিখ (বয়স)
আইডি কার্ড যাচাই | NID Card Check
জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ড যাচাই করার জন্য এখন আর অন্য সাইটে যাবার প্রয়োজন নেই। আপনি চাইলে এখানেই যে কোন nid card check করতে পারবেন। nid card যাচাই করার জন্য প্রয়োজন হবে-
- একটি মোবাইল নাম্বার
- এন আইডি নাম্বার
- জন্মতারিখ
- সচল মোবাই নাম্বার, জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড যাচাই করুন।
আইডি কার্ড যাচাইয়ের প্রয়োজনীয় ইনপুট ফিল্ড পূরণ করে সাবমিট করলে যে তথ্য দেখাবে তা যদি আইডি কার্ডের সাথে মিলে যায় তা হলে আইডি কার্ডটি আসল। আর যদি কোন প্রকার তথ্য না দেখায় বা ভুল ইনফরমেশন দেখায় তা হলে বুঝে নিতে হবে কিছু গড়বড় আছে।
নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই
- NID নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে ভিজিট করে, এন আই ডি কার্ডের নাম্বার ও জন্মতারিখ দিয়ে এনআইডি কার্ড যাচাই করতে পারেন। জাতীয় পরিচয় পত্র আসল হলে এটি নির্বাচন কমিশন ডাটাবেজে থাকবে।
- আর যদি ফেইক ভোটার আইডি হয় তাহলে কোন ইনফরমেশন আসবেনা অথবা আইডি কার্ডের নাম্বার ভুল হয়েছে বলা হবে। এমন হলে NID Card টিতে সমস্যা আছে বুঝতে হবে।
মোবাইলে ভোটার আইডি চেক | Mobile NID Card Check
App দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম।
- বাংলাদেশ পুলিশ কর্তিক পরিচালিত অনলাইন জিডি অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায়। মোবাইল দিয়ে ছবি সহ জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য google Play store থেকে online GD App নামতে হবে।
- App Link
- অ্যাপটি ওপেন করে আইডি কার্ডের নাম্বার ও জন্মতারিখ দিয়ে যাচাই করুন বাটনে চাপলেই আইডি কার্ডের কিছু তথ্য প্রদর্শিত হবে। Online GD app দিয়ে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম ও ঠিকানা যাচাই করা যায়।
- App দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য Online GD App এ প্রবেশ করুন। নিচে বাম দিকের নিবন্ধন বাটনে চাপুন। তারপর আইডি কার্ডের নাম্বার ও জন্মতারিখ ফিলাপ করুন। যাচাই করুন বাটনে চাপলে আপনার সামনে কাঙ্ক্ষিত NID কার্ডের আরো কিছু তথ্য চলে আসবে।
Porichoy.gov.bd মাধ্যমে আইডি কার্ড যাচাই করার নিয়ম।
- ভোটার আইডি কার্ডে তথ্য যাচাই করার আরো একটি কার্যকর উপায় হলো porichoy.gov.bd ওয়েব সাটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করা। এটি একটি সরকারি সাইট। বাংলাশের সকল নাগরিকের ভোটার তথ্য এই সার্ভার ব্যবহার করে পাওয়া যায়।
- porichoy.gov.bd দিয়ে একটি আইডি কার্ডের নাম, ছবি, মাতা – পিতার নাম ও ঠিকানা বের করা যায়। তাই ব্যাংক একাউন্ট খোলা অথবা মোবাইল ব্যাংকিং খোলার জন্য, যেসব ক্ষেত্রে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র যাচাই করার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে খুব সহজে এই ওয়েবসাইটটি ব্যবহার করে, ব্যক্তির ভোটার আইডি কার্ডের তথ্য চেক করতে পারবে।
Home | Nid Service |
Nid Service Tag | https://www.nid-service.com/tag/nid-service/ |