E Passport

16445 পাসপোর্ট চেক করার নিয়ম।

16445 পাসপোর্ট চেক

16445 পাসপোর্ট চেক e Passport Status Check by SMS পদ্ধতি হল ডেলিভারি স্লিপের উপরে ডান পাশে বারকোর্ড এর নিচে এবং উপরে বাম পাশে xxxx-xxxxxxxxx এপ্লিকেশন আইডি দেওয়া থাকবে সেটা নিচে দেওয়া ফরম্যাটে 16445 তে SMS পাঠিয়ে দিন। [ EPP xxxx-xxxxxxxxx ] পাঠাতে হবে 16445 এ পাসপোর্ট চেক করতে।

ধাপ ১: ই-পাসপোর্ট ওয়েবসাইট ভিজিট করুন এখন

অনলাইনে ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করতে আপনার ফোনের যেকোন ব্রাউজারে গিয়ে টাইপ করুন epassport.gov.bd এবং প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেটিতে প্রবেশ করুন।

E Passport Check Online

ধাপ ২: CHECK STATUS নির্বাচন করুন এখন

ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা চেক করতে epassport.gov.bd ওয়েবসাইটের মেনু থেকে CHECK STATUS অপসনটি সিলেক্ট করুন এবং এটি সিলেক্ট করার পর আপনার সামনে নতুন একটি উইন্ডোজ ওপেন হবে সেটি ফলো করুন।

ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য দিন এখন

এ পর্যায়ে মোট তিনটি বক্স দেখতে পাবেন। অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার পরে ব্যাংকে টাকা জমা দেওয়া শেষে আপনাকে একটি রিসিট কপি দেওয়া হয়েছে সেটির উপর দিকে দেখতে পাবেন Online Registration ID অথবা Application ID রয়েছে আপনার কাছে যেটি থাকবে সেটি লিখবেন।

দ্বিতীয় বক্সে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ দিবেন DD MM YYYY এই ফরমেটে মানে প্রথমে আপনার জন্ম তারিখ দিবেন এরপরে জন্ম মাস দিবেন সবশেষে জন্ম সাল দিবেন।

  • সরকারি পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে – www.epassport.gov.bd এখান থেকে প্রথম Application Id ঘরে তে আপনার পাসপোর্ট করার সময় ডেলিভারি স্লিপ যে প্রদত্ত দিয়াছিল সেই নাম্বার টি সঠিক টাইপ করে দিতে হবে- আপনার স্লিপটি ঠিক এইভাবে দেখতে হবে একদম স্লিপের উপরে ডান অ বাম পাসে এইরকম নাম্বার দেখতে পারবেন, একদম ডানপাসে
  • এর পরের বক্সে আপনার পাসপোর্ট এ দেয়া জন্ম তারিখ দিবেন ,ওয়েবসাইট ব্যবহারকারী মানুষ (Human) না রোবট কিনা তা চেক করার জন্য একটি গাণিতিক প্রশ্ন বা ক্যাপচা দেওয়া হয় এর পরে ক্যাপচা পুরন করে দিবেন
  • সব শেষ এ Check বাটনে ক্লিক করলে আপনার ই-পাসপোর্ট এর সকল তথ্য দেখতে পাবেন তাহলে বুঝা গেল তো অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
    ই পাসপোর্ট ওয়েবসাইট
  • ই পাসপোর্ট চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে Google Chrome অপেন করুন টাইপ করুন – www.epassport.gov.bd সাইটে Check Status মেন্যুতে ক্লিক করে, Online Registration ID অথবা Application ID এবং জন্ম তারিখ দিন সবশেষে I am human লেখার পাশে টিক দিয়ে Check বাটনে ক্লিক করে পাসপোর্ট চেক করতে পারবেন।

Passport Application ID

  • Application ID ব্যবহার করেও পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা চেক করা যায়। পাসপোর্ট এর অ্যাপ্লিকেশন আইডি ডেলিভারি স্লিপের উপরের অংশে লেখা থাকে।
  • আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি খুজে না পান তাহলে বাংলাদেশে ই পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে লগইন করে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখে নিতে পারেন।
  • E Passport Check অনলাইনে e passport check করার নিয়ম দেখে নিয়েছি। এখন আমরা দেখব SMS এর মাধ্যমে কিভাবে e Passport Status check করা যায়।

এসএমএস এর মাধ্যমে পাসপোর্টের স্ট্যাটাস দেখার জন্য প্রয়োজন হবে একটি মোবাইল ফোন, অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ।

  • মোবাইল ফোন (স্মার্ট / বাটন)
  • Application ID
  • জন্মতারিখ
  • SMS দিয়ে ই পাসপোর্ট চেক

SMS এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করার জন্য মোবাইলের মেসেজ লিখার অপশনে চলে যান এবং START EPP Application-ID টাইপ করে পাঠিয়ে দিন 16445 নাম্বারে।

ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা, আবেদনে কোন সমস্যা আছে কিনা এবং পাসপোর্ট কবে হাতে পাবেন।

এস এম এস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার নিয়ম

মোবাইল এর এস এম এস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য একটি ঘড়োয়া পদ্ধতির মাধ্যমে ই পাসপোর্ট চেক করতে পারেন যেমন আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন, MRP <স্পেস> Enrollment ID এবং পাঠিয়ে দিন 6969 নাম্বারে পরবর্তী মেসেজের মাধ্যমে পাসপোর্টের যাবতীয় তথ্য জানতে পারবেন ধন্যবাদ।

Home  Nid Service
E Passport https://www.nid-service.com/category/e-passport/
5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button