Mrp পাসপোর্ট চেক
Mrp পাসপোর্ট চেক
MRP পাসপোর্ট চেক এটি করার জন্য ভিজিট করুন passport.gov.bd ওয়েবসাইটে। এরপরে APPLICATION STATUS লিংকে ক্লিক করে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Enrolment Number ও আপনার পাসপোর্ট আবেদন অনুযায়ী জন্ম তারিখ প্রদান করুন। সবশেষে পাসপোর্ট চেক করার জন্য ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করুন।
- MRP পাসপোর্ট চেক করার জন্য ভিজিট করুন http://passport.gov.bd/OnlineStatus.aspx লিংকে
- এখানে আসা পেইজে প্রথম ঘরেই আপনার ডেলিভারি স্লিপ এ থাকা এ Enrolment Number টি প্রদান করুন।
- পরের ঘরে পাসপোর্ট আবেদন অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখুন।
- ক্যাপচা পূরণ করুন।
সর্বশেষে Search বাটনে ক্লিক করলে আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস জানতে পারবেন।
এসএমএস করে MRP পাসপোর্ট চেক
এসএমএস করার মাধ্যমে খুব সহজেই আপনি MRP পাসপোর্ট চেক করে নিতে চান, তাহলে সেই কাজটি কিভাবে করবেন?
এসএমএসের মাধ্যমে এমআরপি পাসপোর্ট চেক করে নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে চলে যেতে হবে এবং তারপরে নিম্নলিখিত নিয়ম অনুযায়ী এসএমএস প্রেরণ করে দিতে হবে।
প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন MRP ENROLLMENT ID SEND 6969 ( MRP এর পরে একটা স্পেস হবে। লিখা লাগবেনা)
উদাহরণস্বরূপ: MRP 150100000628586 এবং পাঠাবেন ৬৯৬৯ তে।
MRP Passport Check Online Bangladesh
অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আপনার এমআরপি পাসপোর্ট চেক করার জন্য মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
এবার গুগলে গিয়ে সার্চ করুন MRP Passport Check লিখে। নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।
- Enrolment ID অপশনে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা এনরোলমেন্ট আইডি নম্বর লিখুন।
- Date of Birth অপশনে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন বা লিখুন।
- সঠিক ভাবে সংখ্যা ক্যাপচা কোডটি লিখুন।
- শেষে SEARCH অপশনে ক্লিক করুন।
তাহলে, আপনার এমআরপি পাসপোর্ট স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন কি অবস্থার আছে।
MRP Passport Check by SMS
আপনার কাছে যদি স্মার্টফোন বা কম্পিউটার না থাকে তাহলে বাটন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে এনরোলমেন্ট আইডি নম্বর দিয়ে এমআরপি পাসপোর্ট চেক করতে পারবেন।
এজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MRP <>space<> Enrolment ID এবার পাঠিয়ে দিবেন 6969 নম্বরে।
যেমন MRP 150100000628585 Send 6969
Home | Nid Service |
E Passport | https://www.nid-service.com/category/e-passport/ |