Nid Service - Nid BD

Nid Card Online Copy Download BD

এনআইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য Bangladeshi national identity card ওয়েবসাইটে ভিজিট Nid Card Online Copy Download BD করে ফরম নাম্বার / ভোটার স্লিপ / আইডি কার্ডের নাম্বার এবং জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করে নিন। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ড্যাশবোর্ডের প্রোফাইল অপশনে থাকা ডাউনলোড করুন বাটন ক্লিক করে nid card online copy download করুন।

স্লিপ নাম্বার কিংবা আইডি নাম্বার দিয়ে একাউন্ট খোলার সময় সিকিউরিটি ক্যাপচা পূরণ করতে ভুলে গেলে চলবে না। সিকিউরিটি ক্যাপচাতে যা লেখা থাকবে সেটি হুবহু নিচের ঘরে টাইপ করে বসিয়ে দিতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে NID একাউন্ট খোলা শুরু হবে।

অনলাইন থেকে আইডি কার্ড বের করার জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্মতারিখ। অন্যদিকে যারা নতুন ভোটার হয়েছে তাদের ক্ষেত্রে নিবন্ধন স্লিপের নাম্বার অর্থাৎ ফরম নাম্বার এবং জন্ম নিবন্ধন প্রয়োজন হবে।

এনআইডি কার্ডের অনলাইন কপি বের করার নিয়ম

এনআইডি কার্ডের অনলাইন কপি আর নির্বাচন কমিশন থেকে দেয়া লেমেন্টিং ভোটার আইডি কার্ডের মধ্যে কোন পার্থক্য নেই। যাদের EC (Election commission) থেক NID Card দিতে অনেক দেরি করছে তারা নিচের নিয়মে NID card online copy download করতে পারেন-

  • services.nidw.gov.bd ওয়েব সাইট ভিজিট করুন
  • স্লিপ নাম্বার/ জাতীয় পরিচয়পত্র নাম্বারর এবং জন্মতারিখ যাচাই করুন
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা বাচাই করুন
  • মোবাইল নাম্বার যাচাই করুন
  • NID wallet দিয়ে Face verification করুন
  • NID প্রোফাইল থেকে অনলাইন কপি ডাউনলোড করুন
  • এখানে যদিও ৬টি ধাপ দেখানো হয়েছে অথচ এগুলো করতে আপনার ৫মিনিট সময়ও লাগবে না। চলুন তাহলে দেখে নেয়া যাক অনলাই থেকে কিভাবে NID Copy Download করতে হয়।

জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি ডাউনলোড pdf

NID Service ওয়েবসাইটে ভিজিট করে একাউন্ট রেজিস্টার করার জন্য আইডি কার্ডের নাম্বার এবং জন্মতারিখ লিখুন। তারপর ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন শেষে প্রোফাইল থেকে nid card online copy download করুন।

একাউন্ট রেজিস্টার

Bangladesh NID Application System এ একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ভিজিট করুন। ফর্ম নাম্বার অথবা NID Number এর যে কোনটি এবং জন্ম তারিখ লিখুন। এখন সিকিউরিটি ক্যাপচা পূরণ করে সাবমিট বাটন চাপুন।

Home Nid Service
জন্ম নিবন্ধনজন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps
5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button