ভোটার এলাকা পরিবর্তন অনলাইনে
ভোটার এলাকা পরিবর্তন অনলাইনে করার নিয়ম।
ভোটার এলাকা পরিবর্তন অনলাইনেভোটার এলাকা পরিবর্তন বা স্থানান্তর করার জন্য প্রথমে আপনাকে NID Form 13 ডাউনলোড প্রিন্ট করে নিতে হবে। তারপর ভোটার এলাকা পরিবর্তন ফরমটি সঠিকভাবে পূরণ করুন। সবশেষে বর্তমান ভোটার এলাকার উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরমিটি জমা দিন। ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আপনার ভোটার এলাকা পরিবর্তন হবে।
বর্তমানে আপনি যে এলাকায় ভোটার আছেন, হতে পারে এটি আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা। সে এলাকার উপজেলা নির্বাচন অফিসে নিজে উপস্থিত হয়ে ভোটার স্থানান্তর ফরম (NID Transfer Form) পূরণ করে জমা দিতে হবে।
ভোটার স্থানান্তর করতে যে কাগজপত্রগুলো আপনার লাগবে তা হচ্ছে:
- NID Form 13
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি;
- যে এলাকায় স্থানান্তর হবেন সেই এলাকার নাগরিকত্ব সনদ;
- বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমাণপত্র;
- ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় শনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট এলাকার (ওয়ার্ড কাউন্সিলর/ চেয়ারম্যান) জনপ্রতিনিধির NID নম্বরসহ নাম, স্বাক্ষর ও সিল থাকতে হবে।
ডকুমেন্টস জমা দিন
- ভোটার স্থানান্তর ফরম সঠিক ভাবে পূরণ হলে সেটি নির্বাচন অফিসে জমা দিতে হবে। আবেদন ফরম জমা দেয়ার সাথে আরো কিছু কাগজপত্র জমা দিতে হয়। ফরমের ২য় পাতায় সনাক্তকারীর নাম, NID নাম্বার ও স্বাক্ষর দিতে হয়।
- ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদনের সাথে NID কার্ডের ফটো কপি, নাগরিক সনদ, বিদ্যুৎ বিলের কাগজ বা যে কোন ইউটিলিটি বিলের কাগজ জমা দিতে হয়।
- আবেদনটি জমা দেয়ার পর সেটি প্রাথমিক যাচাই বাছাই করে অনলাইন আনুমোদনের জন্য আপডেট করা হবে। জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন আবেদন আনুমোদন হতে ৩০ থেকে ৬০ দিন সময় লাগে।
নতুন ঠিকানার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ
আপনার ভোটার এলাকা পরিবর্তন হয়ে গেলে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন হবার পর আপনি চাইলে নতুন ঠিকানার আইডি কার্ড নিতে পারেন। আপনি আপনার সংশোধিত ভোটার আইডি কার্ড ২ভাবে সংগ্রহ করতে পারনে।
- সরাসরি নির্বাচন অফিস থেকে
- অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে
- নির্বাচন অফিস থেকে নতুন আইডি কার্ড
- আবেদন আনুমোদিত হলে নতুন ঠিকানার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার জন্য আপনার পুরাতন আইডি কার্ড সাথে নিয়ে নির্বাচন অফিসে চলে যান। তারপর আপনার পুরাতন আইডি জমা দিয়ে আইডি কার্ডের সংশোধন ফি (২৩০ টাকা) জমা দিয়ে আইডি কার্ড সংগ্রহ করুন।
নির্বাচন অফিস থেকে নতুন ঠিকানার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার জন্য কিছু দিন সময় অপেক্ষা করতে হতে পারে। অনেক সময় আবেদন আনুমোদন হবার পর আইডি কার্ড আনতে গেলে সাথে সাথে আইডি কার্ড দিয়ে দেয়। তবে ২৩০টাকা re-Issue ফি প্রদান করতেই হবে।
Home | Nid Service |
আইডি কার্ড ভেরিফাই | Nid Card Verification Bangladesh |