Nid Service - Nid BD

Nid Wallet কি এবং Nid Wallet এর কাজ কি

Nid wallet কি এবং Nid wallet এর কাজ কি

  • NID Wallet হলো বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক উদ্ভিত একটি এনআইডি সেবামূলক মোবাইল অ্যাপ্লিকেশন। এটি মূলত ন্যাশনাল আইডেন্টিফিকেশন উইং -nidw এর ডাটাবেজ এর সাথে সম্পৃক্ত। বাংলাদেশ নির্বাচন কমিশন দাবি করেছে এটি মাল্টিপারপাস হিসাবে ব্যবহার করা হবে।
  • যদিও বর্তমানে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি নাগরিকদের ফেস ভেরিফিকেশন করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ nidw ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় একাউন্ট ধারি ব্যক্তিকে এনআইডি ওয়ালেট ব্যবহারের মাধ্যমে QR কোড স্ক্যান করে ফেস স্ক্যান করে ভেরিফিকেশন করতে হয়।

NID Wallet এর প্রয়োজনীয়তা

NID Wallet ব্যবহার করার মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড একাউন্ট তৈরি করতে হবে। নতুন একাউন্ট তৈরি করার সময় নাম এবং ব্যক্তিগত তথ্য প্রদান শেষে ইউজারকে একটি কিউ আর কোড প্রদান করা হবে যেটি এনআইডি ওয়ালেট মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে স্ক্যান করে অ্যাকাউন্ট থেকে তার চেহারা শনাক্ত করে নিতে হবে,।

Nidw একাউন্টের অ্যাক্সেস পাওয়ার জন্য অবশ্যই এনআইডি ওয়ালেট ব্যবহার করে Face Verification করে নিতে হবে।যেহেতু nidw ওয়েবসাইটের ডাটাবেজে নাগরিকদের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে আর তাই সঠিক ব্যক্তির ফেজ ভেরিফিকেশন সম্পন্ন না হলে এনআইডি অ্যাকাউন্টের অ্যাক্সেস কোন রকম ভাবেই পাওয়া যাবে না। আর একাউন্টের অ্যাক্সেস না থাকলে এনআইডি এর বিভিন্ন অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন না।

NID Wallet এর সুবিধা সমূহ

Identity Verification- পরিচয় যাচাইকরণ: বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আপনি ছাড়া অন্য কেউ আপনার অ্যাকাউন্ট তৈরি / এক্সেস করতে পারবে না । এই সিস্টেমটি এই অ্যাপটির প্রধান বৈশিষ্ট্য যা নিরাপত্তার আরও একটি স্তর যুক্ত করে।

একাউন্ট তৈরির সময় আপনার ব্যক্তিগত বিবরণ এবং QR Scan করে আপনাকে এই অ্যাপটি ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট এক্সেস করার সময় আপনার পরিচয় যাচাই করতে আপনার মুখ স্ক্যান করতে হবে।

NID Wallet ব্যবহারের নিয়ম

এনআইডি ওয়ালেট ব্যবহার করার জন্য কোন বাধ্যবাধকতা নেই যদি না আপনি এনআইডি অ্যাকাউন্ট না করেন। আপনি যদি ভোটার আইডি কার্ড সম্পৃক্ত অনলাইন সমস্ত সুবিধা উপভোগ করতে চান তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে , একটা একাউন্ট তৈরি করতে এনআইডি ওয়ালেটের ব্যবহার বাধ্যতামূলক।

এনআইডি ওয়ালেট এর ব্যবহার সমূহ-

  • এনআইডি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
  • একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে
  • একাউন্ট রেজিস্ট্রেশনে এনআইডি নাম্বার অথবা ভোটার স্লিপ নম্বর ও জন্ম তারিখ যুক্ত করে ক্যাপচা পূরণ করতে হবে
  • স্থায়ী ও অস্থায়ী ঠিকানা প্রদান করতে হবে
  • মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে

এনআইডি ওয়ালেট ডাউনলোড

  • বর্তমানে Android এবং IOS উভয় অপারেটিং সিস্টেমের জন্য NID wallet apk পাওয়া যাচ্ছে। এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা Google Play থেকে এটি ডাউনলোড করতে পারবে।
  • আইফোন ইউজাররা তাদের মোবাইলে থাকা Apple Store থেকে খুব সহজে এনআইডি ওয়ালেট ইন্সটল করে নিতে পারবে। এক কথায় এটি জাতীয় পরিচয় পত্রের প্রকৃত মালিক সনাক্ত করে একাউন্টে প্রবেশের অনুমতি দেয়।
App NameNID Wallet
PublisherBangladesh Election Commission
Downloads5 Million+
App Size20 MB
Rating4.1 ⭐⭐⭐⭐⭐
  • About this app
  • NID Wallet is a multi-purpose application developed under Bangladesh Election Commission. The goal of this application is to make sure the NID related services are easily available on your phone
  • Current features:
  • Identity Verification: This feature adds one more layer of security to make sure that no one but you can claim your
Home Nid Service
আইডি কার্ড ভেরিফাইNid Card Verification Bangladesh
5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button