Jonmo Nibondhon Online Copy | জস্মনিন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

Jonmo Nibondhon Online Copy - জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

Jonmo Nibondhon Online Copy – জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে দেখা যাবে। এটি দেখতে 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ আবশ্যক। Jonmo Nibondhon Online Copy Download এখানে নিয়ম দেওয়া হলো। জন্ম নিবন্ধন সনদ অনলাইন যাচাই করা খুবই সহজ। আপনার কম্পিউটার না থাকলে ও আপনি চাইলে মোবাইলে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারেন।

Birth Registration Online – জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা আছে কিনা জন্ম নিবন্ধন শুধুমাত্র জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করা যায়। জন্ম নিবন্ধন যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

নতুন জন্ম নিবন্ধন করার নিয়ম ২০২৩ | New Jonmo Nibondhon 2023

১ নং ধাপ- সাইটে প্রবেস করতে হবে এই ধাপে।

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে BRIS ওয়েবসাইট everify.bdris.gov.bd এ যান।

২ নং ধাপ- ১৭ সংখ্যার নিবন্ধন নম্বর দিয়ে প্রবেস করতে হবে এই ধাপে।

এখানে আপনার 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর লিখুন (যেমন 19860915428117351)। জন্ম তারিখ এই বক্সে জন্ম তারিখ লিখুন এই বিন্যাসে জন্ম নিবন্ধন যাচাইকরণ YYYY MM DD.

একটি গাণিতিক প্রশ্ন বা ক্যাপচা দেওয়া হয়। নীচের বক্সে সঠিক উত্তর লিখুন এবং অনুসন্ধান বোতামে ক্লিক করুন। আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ সঠিক হলে আপনি আপনার সকল তথ্য দেখতে পাবেন।
জন্ম নিবন্ধন যাচাইকরণ কপি ডাউনলোড করুন

৩ নং ধাপ- জন্ম নিবন্ধন কপি পিডিএফ সেভ এবং প্রিন্ট করুন এই ধাপে।

জন্ম নিবন্ধনের অনলাইন কপি অ্যাক্সেস করতে এই পৃষ্ঠাটি প্রিন্ট করুন বা PDF হিসাবে সংরক্ষণ করুন।

৪ নং ধাপ- অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড এই ধাপে।

জন্ম নিবন্ধন ওয়েবসাইটে যখন জন্ম নিবন্ধন সনদ অনলাইন ভার্সন চলে আসবে তখন আপনি চাইলে সেটি পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন। এর জন্য আপনার কম্পিউটারের Ctrl + P বাটন দুটি চাপতে হবে। কন্ট্রোল এবং “P”একসাথে চাপার পর আপনার সামনে নিচের ছবির মত একটি ইন্টারফেস চলে আসবে। ডান দিকের মেনু থেকে Save as PDF ক্লিক করে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারেন। এখন নিচের সেভ বাটনে ক্লিক করলে জন্ম নিবন্ধন সারটিফিকেট আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।

জন্ম নিবন্ধন সম্পর্কিত সাধারণত জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্নঃ- হাতের লেখা জন্ম নিবন্ধন কিভাবে অনলাইন করব?

  • উত্তরঃ- যাদের জন্ম নিবন্ধন অনেক পুরনো তাদের জন্ম সনদ হাতের লেখা আপনার জন্ম সনদ যে হাতে লেখা হলে সেটি ডিজিটাল বা অনলাইন করার জন্য আপনার স্থানীয় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে।

প্রশ্নঃ- 16 সংখ্যা জন্ম নিবন্ধন নাম্বার 17 সংখ্যা করা যায়?

  • উত্তরঃ- সাধারণত হাতের লেখা জন্ম নিবন্ধন সনদ 16 ডিজিটের হয়ে থাকে সেগুলো অনলাইন অর্থাৎ ডিজিটাল করার জন্য 17 সংখ্যা জন্ম নিবন্ধন সনদ করা হয়েছে। হাতের লেখা কিংবা 16 সংখ্যার জন্ম সনদ গুলো ইউনিয়ন পরিষদের জমা দিলে ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন জন্ম সনদ অর্থাৎ সংখ্যার জন্ম সনদ প্রদান করবে এতে ১ থেকে ২ দিন সময় লাগতে পারে।

প্রশ্নঃ- অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করা যায়?

  • উত্তরঃ- অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করা যায় আপনার আবেদনটি কার্যকর হলে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ সংশোধিত হবে তবে জন্ম নিবন্ধন সনদ পেতে হলে অবশ্যই পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করার ওয়েবসাইট ।https://bdris.gov.bd/br/correction

প্রশ্নঃ- অনলাইন থেকে জন্ম নিবন্ধন মূল কপি ডাউনলোড করব কি করে?

  • উত্তরঃ- বর্তমানে অনলাইন থেকে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা গেলেও মূলকপি ডাউনলোড করার কোনো সুযোগ নেই জন্ম নিবন্ধন মূল কপি ডাউনলোড করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা হলে পৌরসভা যোগাযোগ করতে হবে।
Home  Nid Service
জন্ম নিবন্ধন Jonmo nibondhon – জন্ম নিবন্ধন
5/5 - (4 votes)
Previous Article

মোবাইলে ভোটার আইডি চেক | Mobile NID Card Check

Next Article

Jonmo Nibondhon Verify | জন্মনিবন্ধন ভেরিফাই করার নিয়ম।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨