জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন অনলাইন প্রিন্ট – Jonmo Nibondhon Print

জন্ম নিবন্ধন অনলাইন প্রিন্ট – Jonmo Nibondhon Print অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করতে যা যা প্রয়োজন
অনলাইনে আপনি যদি আবেদনপত্র প্রিন্ট করতে চান তাহলে নির্দিষ্ট কিছু রিক্রুটমেন্ট রয়েছে সেগুলো নিচে দেয়া হল-

  • এপ্লিকেশন আইডি: এই আইডিটা আপনি যখন আবেদন করবেন তখনই আপনার মোবাইল/ল্যাপটপ/কম্পিউটারের স্ক্রিন এর মধ্যে দেখানো হবে। তাছাড়া অনেক সময় এসএমএসের মাধ্যমেও সেই আইডিটা পাঠানো হয়।
  • ডিভাইস: অবশ্যই আপনার অনলাইন থেকে আবেদন পত্রটি প্রিন্ট করার জন্য এমন একটি ডিভাইসের প্রয়োজন পড়বে যেটাতে ইন্টারনেট ব্রাউজিং করা যায়। আর সেটা মোবাইল (প্রিন্ট করার এবিলিটি থাকতে হবে) ল্যাপটপ বা কম্পিউটারও হতে পারে।
  • ইন্টারনেট কানেকশন: আপনি যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন পত্র টা প্রিন্ট করবেন অবশ্যই সেই ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর সেটা ওয়াইফাই বা মোবাইল ডাটাও হতে পারে।
  • জন্মতারিখ: যে ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছে তার সঠিক জন্ম তারিখ। এটা হয়তো আপনার কাছেই সব সময় জানা আছে বা কোথাও লেখা আছে সুতরাং সেটা কালেক্ট করে রাখুন।
  • এখন আমরা মূল পর্যায়ে অর্থাৎ birth certificate application print কিভাবে করতে হয় এ বিষয়টি জানতে যাচ্ছি। তবে তারা অবশ্যই উপরের রিকোয়ারমেন্টস যেগুলো শেয়ার করেছি সেগুলো কালেক্ট করে রাখুন।

আরো জানুন: জন্ম নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করুন

জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করার জন্য bdris.gov.bd/application/print এই ওয়েব সাইটে প্রবেশ করুন এবং আবেদনের ধরন সিলেক্ট করে এপ্লিকেশন আইডি, জন্ম তারিখ দিন। একদম শেষে ‘প্রিন্ট’ বাটনে ক্লিক করে আবেদনপত্র প্রিন্ট করুন।

সর্বপ্রথম ভিজিট করুন bdris.gov.bd/application/print এই ওয়েবসাইটটি।

  • এখন আবেদন নির্ধারণ অর্থাৎ কোন আবেদনের আবেদনপত্র প্রিন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন।
  • অ্যাপ্লিকেশনের দিন যেটা কিনা আপনি আবেদন করার সময় পেয়েছিলেন এসএমএস বা প্রদর্শিতি স্ক্রিন থেকে।
  • সঠিক জন্ম নিবন্ধন দিন যেটা আপনি জন্ম নিবন্ধন করার সময় দিয়েছিলেন।
  • সবশেষে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করে নিন।
  • উপরের স্টেপ গুলো ফলো করে আপনি আপনার আবেদন পত্র টা কানেক্ট করতে পারবেন প্রিন্ট এর মাধ্যমে কিংবা ডাউনলোড করে। আপনি সেটা আমি রিকমেন্ড করব যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নেয়ার জন্য।
  • আর আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো চাইলে আপনি জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট PDF ফাইল হিসেবে আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করুন।

অবশ্যই প্রিন্ট করার সময় একটি বেশি খেয়াল রাখবেন Print Window এর more sitting থেকে header and footers অপশনটি চালু আছে কিনা। তো এই অপশনটা যদি টিকমার্ক করে না থাকে তাহলে আপনি ঠিক মার্ক করে দিন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট

আপনি ঠিক একই ভাবে জন্ম নিবন্ধন সংশোধনের যে আবেদন করেছেন তার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট করতে পারবেন। তবে তার জন্য আবেদনের ধরন থেকে ‘জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন’ সিলেক্ট করতে হবে।

আর আপনি যখন সংশোধনের জন্য আবেদন করেছিলেন তখনই আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছিল সুতরাং সেটা লাগবে আর আপনার জন্ম তারিখটা লাগবে।

Home  Nid Service
জন্ম নিবন্ধন Jonmo nibondhon – জন্ম নিবন্ধন
5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button