১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করার নিয়ম। E Passport 10Years
১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করার নিয়ম।
`বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট যে কোন বাংলাদেশী নাগরিক চাইলেই অনলাইনের মাধ্যমে নতুন ই-পাসপোর্ট আবেদন অথবা পুরাতন পাসপোর্ট রিনিউ করতে পারবে। নতুন ই-পাসপোর্ট আবেদন ফি এবং পাসপোর্ট রিনিউয়াল ফি একই।`
”পাসপোর্টের মেয়াদ, ডেলিভারির ধরন এবং পাসপোর্ট এর পৃষ্ঠের উপর নির্ভর করে ই পাসপোর্ট ফি ভিন্ন ভিন্ন হয়। ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে করতে যে পরিমান ফি দিতে হবে সে তুলনায় ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে করতে অনেক কম টাকা খরচ হবে।”
আরো যানুন: পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম
পাসপোর্ট করতে কত টাকা ফি লাগে
৫ বছর মেয়াদে ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট Regular ডেলিভারিতে করতে ৪০২৫ টাকা ও Express ডেলিভারিতে ৬৩২৫ টাকা এবং ১০ বছর মেয়াদে ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট Regular ডেলিভারিতে করতে ৫৭৫০ টাকা ও Express ডেলিভারিতে ৮০৫০ টাকা ফি প্রদান করতে হয়।
১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে?
১০ বছর মেয়াদী অনলাইন পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে ২টি কম্বিনেশন লক্ষ করা যায়। একটি হল 10 বছরের জন্য 48 পৃষ্ঠার পাসপোর্ট এবং অন্যটি হলো 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদি পাসপোর্ট।
১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি
- ডেলিভারির ধরনের ওপর নির্ভর করে ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট ফি দুই প্রকার হয়।
- ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ১০ বছর মেয়াদে Regular Delivery করতে ৮০৫০ টাকা
- ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ১০ বছর মেয়াদে Express Delivery করতে ১০৩৫০ টাকা
১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি
- ৫ বছর মেয়াদে ৬৪ পৃষ্ঠার রেগুলার ডেলিভারি ফি ৮০৫০টাকা
- ৫ বছর মেয়াদে ৬৪ পৃষ্ঠার এক্সপ্রেস ডেলিভারি ফি ১০৩৫০টাকা
e-Passport fee for 48 Pages and 5 Years
Regular delivery: TK 4,025
Express delivery: TK 6,325
Super Express delivery: TK 8,625
e-Passport fee for 48 Pages and 10 Years
- Regular delivery: TK 5,750
- Express delivery: TK 8,050
- Super Express delivery: TK 10,350
e-Passport fee for 64 Pages and 5 Years
- Regular delivery: TK 6,325
- Express delivery: TK 8,625
- Super Express delivery: TK 12,075
e-Passport fee for 64 Pages and 10 Years
- Regular delivery: TK 8,050
- Express delivery: TK 10,350
- Super Express delivery: TK 13,800
Home | Nid Service |
E Passport All | https://www.nid-service.com/category/e-passport/ |