নাম্বার দিয়ে আইডি কার্ড চেক | NID Card Online Check
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করবেন যে নিয়মে তা নিয়ে আজকের আলোচনা। নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে পারবেন দুটি পদ্ধতিতে – প্রথমত ভূমিকর ওয়েবসাইট এর নাগরিক কর্নার থেকে, এবং NID Card Checker অ্যাপ ব্যবহার করে। এর জন্য দুটি পোর্টাল ওপেন করার পরে আপনার এনআইডি নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার ও আপনার সঠিক জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করতে হবে। সঠিকভাবে তথ্য পূরণ করার পরে ক্লিক করলে নাম্বার দিয়ে আইডি কার্ড চেক তথ্য দেখা যাবে এখানে।
শুধুমাত্র মোবাইল নাম্বার ব্যবহার করে আইডি কার্ড চেক করার কোন উপায় নেই। কেননা নির্বাচন কমিশন সার্ভার শুধু এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ ও নাম ঠিকানা সংগ্রহ করে রাখে। আর তাই এনআইডি নাম্বার এবং জন্মতারিখ অথবা ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করা সম্ভব হবে।
যদি আপনি জানতে চান আপনার মোবাইল নাম্বার টি কোন NID BD দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, তাহলে এটি জানার জন্য আপনাকে সিম সহ রিটেলার পয়েন্টে যেতে হবে। কাস্টমার এজেন্ট পয়েন্টে গিয়ে সিমের তথ্য জানতে পারবেন। NID Card Online Check
আরো জানুন: ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সঠিক নিয়ম।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে ভিজিট করুন ldtax.gov.bd এর – ‘নাগরিক কর্নার’ এ গিয়ে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্ট সম্পন্ন করুন। মেনু থেকে (এনআইডি ভেরিফাই করুন) এ ক্লিক করুন, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে “হালনাগাদ” বাটনে ক্লিক করলেই আইডি কার্ড চেক করতে পারবেন আপনি নিজেই।
নতুন পদ্ধতিতে ভূমিকর উন্নয়ন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো তাহলে নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম দেখে নেই এখই।
ধাপ ১- ভূমিকর ওয়েবসাইট সার্চ করুন এই ধাপে।
নাম্বার দিয়ে আইডি কার্ড যাচাই করতে প্রথমে আপনার ফোনের যে কোন ব্রাউজারে গিয়ে সার্চ করুন ldtax.gov.bd এবং ওয়েবসাইটে প্রবেশ করার পরে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন সেখান থেকে নাগরিক কর্নারে ক্লিক করুন।
ধাপ ২- একাউন্ট তৈরি করুন এই ধাপে।
ভূমিকর ওয়েবসাইট থেকে আইডি কার্ড যাচাই করতে প্রথমেই আপনার মোবাইল নাম্বার দিন এবং (পরবর্তী পদক্ষেপ) বাটনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ৬ সংখ্যার একটি ওটিপি কোড যাবে সেই কোড ডিএনএ সাবমিট করুন এবং ওটিপি যাচাই সম্পন্ন করুন। নাম্বার দিয়ে আইডি কার্ড চেক ।
ধাপ ৩- পাসওয়ার্ড সেট করুন এই ধাপে।
আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আপনার একাউন্টে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করুন পাবে পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে চাইলে আপনি এই পাসওয়ার্ডটি নোট করে রাখতে পারেন এবং এখানে একটি আপনার ইচ্ছামত পাসওয়ার্ড সেট করুন।
ধাপ ৪- অ্যাকাউন্ট লগইন করুন এই ধাপে।
মোবাইল নাম্বার দিয়ে ওটিপি যাচাই ও পাসওয়ার্ড সেট করা করা হয়ে গেলে এবার নাগরিক লগইনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে একাউন্টটি লগইন করুন।
ধাপ ৪- আইডি কার্ড চেক করুন এই ধাপে।
এবার হচ্ছে শেষ ধাপ এই ধাপে আপনার ভোটার আইডি কার্ড যাচাই করতে পারবেন, ভোটার আইডি কার্ড যাচাই করার জন্য উপরে একটি মেনু বাটন পাবেন সেখানে ক্লিক করুন এবং দেখতে পাবেন ( এন আই ডি ভেরিফাই করুন) সেখানে প্রবেশ করুন ।
সাধারণ প্রশ্ন উত্তর – নাম্বার দিয়ে আইডি কার্ড চেক এর।
এস এম এস এর মাধ্যমে কি এন আইডি নাম্বার বের করা যায়?
যারা নতুন ভোটার হয়েছেন এবং এখনও এন আইডি কার্ড হাতে পাননি তারা সহজেই এস এম এস এর মাধ্যমে আইডি নাম্বার বের করতে পারবেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NID, তারপর স্পেস তারপর ফর্ম নাম্বার স্পেস আপনার জন্ম তারিখ DD-MM-YYYY ফরম্যাটে। মেসেজটি পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে। এরপরে ফিরতি মেসেজেই আপনার আইডি নাম্বার পেয়ে যাবেন ধন্যবাধ।
জাতীয় পরিচয় পত্র নাম্বার বা ফর্ম নাম্বার ভুল দেখানোর কারণ কী?
অনেক সময় সঠিক ফর্ম নাম্বার লেখার পরও error দেখানো হয়। এর কারণ হতে পারে আপনার জাতীয় পরিচয় পত্র এখনও অনলাইনে আসেনি। এক্ষেত্রে আপনি আপনার ৯ অংকের ফর্ম নাম্বারের আগে NIDFN লিখে পুনরায় তথ্য প্রবেশ করান। আশা করা যায়, এবার আর error দেখবেন না ধন্যবাধ।
আরো জানুন: নতুন ভোটার অনলাইনে আবেদন করার নিয়ম | Nid Registration
Home | Nid Service |
Terms & Conditions | https://www.nid-service.com/terms-conditions/ |