Nid Service - Nid BD

ভোটার তথ্য Nid Service – জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

ভোটার তথ্য Nid Service – জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

  • সাধারণত ব্যক্তির ভ্যালিডিটি যাচাই করার জন্য অনলাইনে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করা হয়। বিভিন্ন কর্মস্থানের ক্ষেত্রে, চাকরিতে নিয়োগ কিংবা বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আইডি কার্ডের তথ্যগুলো সঠিক কিনা সেটা যাচাই করতে পারবেন অনলাইনে।
  • এছাড়াও নতুন ভোটার নিবন্ধনদের ক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে পাওয়া আইডি কার্ড নাম্বার দিয়ে ভোটার তথ্য যাচাই করতে পারবেন। বিশেষ করে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন ডাটাবেজে আপলোড হয়েছে কিনা এটা যাচাই করতে পারবেন।

ভোটার তথ্য যাচাই প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করার জন্য প্রথমে ldtax.gov.bd ওয়েবসাইটের প্রবেশ করতে হবে, এরপরে একটি সচল মোবাইল নাম্বার, 105 নাম্বার থেকে আসা NID নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করে “পরবর্তী পদক্ষেপ” বাটনে ক্লিক করুন।

সাধারণত ঘরে বসে দুই ভাবে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন।

  • এসএমএস এর মাধ্যমে।
  • অনলাইনের মাধ্যমে।

এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই

১০৫ নাম্বারে এসএমএস পাঠিয়ে খুব সহজেই ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন। এই কাজটি করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC স্পেস দিয়ে F স্পেস দিয়ে এসএমএসের মাধ্যমে আসা আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দিন পরবর্তীতে স্পেস D এবং স্পেস দিয়ে জন্মতারিখ লিখে এসএমএসটি ১০৫ নাম্বারে পাঠিয়ে দিন।

  • এই পদ্ধতিতে আপনারা স্লিপ নাম্বার দিয়েও ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন। যদি ১০৫ নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ড নাম্বার না জানানো হয় তাহলে নিবন্ধন স্লিপ নাম্বার বা ফরম নাম্বার বসিয়ে এসএমএস পাঠিয়ে দিন।
  • ২৪ ঘন্টার ভিতরে ফিরতি এসএমএস এ আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য জানিয়ে দেওয়া হবে।
  • উদাহরণ: SC F NID/from number D Date of birth
  • জন্ম তারিখ YY-MM-DD ফরমেটে পূরণ করবেন। প্রথমে বছর (Year) এরপরে মাস (Month) এরপরে দিন (Day) বসিয়ে দিন।

অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই

  • অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করার জন্য আমরা ভূমি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করব। এই ওয়েবসাইট থেকে মাত্র ২ মিনিটে শুধুমাত্র মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ভোটার তথ্য যাচাই করতে পারব।
  • অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করার জন্য অবশ্যই NID কার্ড নাম্বার প্রয়োজন হবে। সাধারণত ভোটার নিবন্ধন করার পরে আইডি কার্ড অনলাইন সার্ভারে আপলোড হলে ১০৫ নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি নাম্বার বা এনআইডি নাম্বার জানিয়ে দেওয়া হয়।

ধাপ ১: Nid Service ওয়েবসাইটে প্রবেশ করুন।

এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড এর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের Nidw অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কেননা ভোটার নিবন্ধনের সকল তথ্যগুলো Nidw ওয়েব সাইটে সংরক্ষণ করা হয়। Nidw ওয়েবসাইটে প্রবেশ করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ক্লিক করুন।

ধাপ ২: Nid Service একাউন্ট রেজিস্টার করুন।

Nidw ওয়েবসাইটে প্রবেশ করার পরে একাউন্ট রেজিস্টার করার জন্য প্রথমে “রেজিস্টার একাউন্ট” বাটনে ক্লিক করুন। এরপরে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার বসিয়ে দিয়ে, জাতীয় পরিচয় পত্র ও ফরম নাম্বার টি এবং জন্ম তারিখ বসিয়ে দিন।

যদি জাতীয় পরিচয় পত্র নাম্বার না জানা থাকে বা নতুন নিবন্ধন হয়েছেন এখন পর্যন্ত আইডি কার্ড হাতে পাননি তাহলে নিবন্ধনের সময় দেওয়া স্লিপ নাম্বারটি প্রদান করুন। ভোটার স্লিপ নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ৮/৯ সংখ্যার ভোটার স্লিপের পূর্বে NIDFN যোগ করে নিতে হবে। যেমন আপনার ভোটার স্লিপ নাম্বার যদি হয় 123456789 , তাহলে আপনাকে টাইপ করতে হবে NIDFN123456789 ও ভোটার নিবন্ধনে দেওয়া তথ্য অনুযায়ী জন্ম তারিখ বসিয়ে দিন।

এই তথ্যগুলো যথাক্রমে প্রদান করে নিচে থাকা ক্যাপচা কোডটি পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করুন। যদি Nidw ওয়েবসাইটে পূর্বে অ্যাকাউন্ট রেজিস্টার করা থাকে তাহলে জা

ধাপ ৩: Nid Service ঠিকানা দিন এই ধাপে।

যথাক্রমে এনআইডি কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা প্রদান করুন। এখানে জেলা, উপজেলা, বিভাগ বসিয়ে দিতে হবে। বর্তমান ও স্থায়ী ঠিকানা বসিয়ে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: Nid Service মোবাইল ভেরিফিকেশন এই ধাপে।

ঠিকানা প্রদান করার পরে মোবাইল নাম্বার ভেরিফিকেশন পেইজে নিয়ে আসা হবে। এখানে অটোমেটিক ভাবে ভোটার নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নাম্বারটি চলে আসবে। যদি মোবাইল নাম্বার না আসে তাহলে একটি নতুন সচল মোবাইল নাম্বার বসিয়ে দিন।

 

ধাপ ৫: Nid Service NID Wallet App ডাউনলোড এই ধাপে।

সবশেষে NID Wallet App এর মাধ্যমে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার ড্যাশবোর্ড ওপেন হবে। একাউন্টে ড্যাশবোর্ড এর নিচের দিকে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পরে একটি নূতন পেজ ওপেন হবে এখানে একটি QR কোড আসবে।

Google Play Store থেকে Nid Wallet অ্যাপ আপনার মোবাইলে ইন্সটল করে নিতে হবে। অ্যাপ ইন্সটল হয়ে গেলে তা ওপেন করতে হবে। তারপর কেমেরা চালু করার পারমিশন চাইবে, সব কিছু ঠিক করে সফটওয়্যার চালু হলে, QR Code স্কেন করার জন্য কেমেরা চালু হবে। ওয়েবসাইটে প্রদর্শিত QR Code মোবাইল দিয়ে nid wallet app দিয়ে স্কেন করে ফেস ভেরিফিকেশন করতে হবে।

ধাপ ৬: Nid Service ফেইস ভেরিফিকেশন এই ধাপে।

Face Verification করার সময় ব্যক্তির চোখের পলক এবং মাথা ডানে-বামে নাড়াতে হয়। ব্যক্তিকে সনাক্ত হয়ে গেলে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য আনুমোদন দেয়া হয়। Face verify এর মধ্য দিয়ে সফল ভাবে জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে আপনার একাউন্ট তৈরি হয়ে গেলে, আপনি আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করার জন্য প্রস্তুত।

ধাপ ৭: Nid Service ভোটার আইডি কার্ড ডাউনলোড এই ধাপে।

সঠিকভাবে পাসওয়ার্ড সেট করা হলে অটোমেটিক nidw ওয়েবসাইটে লগইন হয়ে যাবে। এরপরে প্রোফাইল অপশনে প্রবেশ করে একটু নিচে লক্ষ্য করুন “ডাউনলোড” নামক একটি অপশন দেখতে পাবেন।

ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনার ভোটার আইডি কার্ডটি ডিভাইসে পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড হবে।পরবর্তীতে এটিকে প্রিন্ট করে ভোটার আইডি কার্ড অনলাইন কপি হিসেবে ব্যবহার করতে পারবেন। এই আইডি কার্ড দ্বারা যাবতীয় নাগরিক সেবা উপভোগ করতে পারবেন।

Home  Nid Service
আইডি কার্ড ভেরিফাই Nid Card Verification Bangladesh

5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button